ভিডিয়ো সৌজন্য: পিটিআই
জম্মু-কাশ্মীরের হোকরসর জলাভূমি সংস্কারের উদ্যোগ নিল বন্যপ্রাণী সংরক্ষণ দফতর। এই জলাভূমিটি কাশ্মীরের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এক সময় নিয়মিত পরিযায়ী পাখি দেখা যেত সেখানে। কিন্তু গত ৩০-৪০ বছর ধরে জলাভূমিটির বিভিন্ন ক্ষতি হয়েছে। ২০১৪ সালে বন্যার ফলে প্রচুর পরিমাণে পলি জমেছে। সংস্কারের পরে হোকরসর জলাভূমিতে সারা বছর যাতে অন্তত ১ মিটার জল থাকে সেই দিকে নজর রাখা হবে। জলাভূমিটি কাশ্মীর পর্যটনের অংশ করে তোলা হবে বলে জানান বন দফতরের এক আধিকারিক।