Madrasa

পর পর দু’মাসে দু’বার কালীঘাট অভিযানে মাদ্রাসার চাকরিপ্রার্থীরা, রমজানের আগেই নিয়োগের দাবি

গত ২১ ফেব্রুয়ারির পর আবার কালীঘাটে প্রাক্তন মাদ্রাসা শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অভিযানে মাদ্রাসা চাকরিপ্রার্থীরা।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: শুভাশিস

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১৫:১০
Share:
Advertisement

২০১৪-তে বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ২০১৫ সালে পরীক্ষার পরে ২০১৬ সালে ফলপ্রকাশ। তার পরে দীর্ঘ সাত বছর কেটে গেলেও নিয়োগপত্র পাননি। চাকরিপ্রার্থীদের দাবি, এর মধ্যে দেড় হাজার জনের নিয়োগ হলেও তাঁরা অযোগ্য, টাকা দিয়ে চাকরি পেয়েছেন। রমজানের আগেই যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে বুধবার প্রাক্তন মাদ্রাসা শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি অভিযানের ডাক দেয় মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ। হাজরা মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর আন্দোলনকারীদের মধ্যে দু’জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে গিয়ে তাঁদের দাবিপত্র জমা দেন। প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি একই দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement