কলকাতার টালিগঞ্জে বাস মনমোহন সিংহের দু’বোনের। প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁদের প্রিয় ‘পাপাজি’। মাস দু’য়েক আগে ভিডিয়ো কলে শেষ বার কথা ভাই-বোনের। শুক্রবার বিষণ্ণতার চাদরে ঢেকেছে টালিগঞ্জের বাড়ি। যে শহরের সঙ্গে তাঁর নাড়ির টান, সেই কলকাতায় আর কখনও ফিরবেন না মনমোহন।