Manmohan Singh Last Rites
দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের মৃত্যু মেলাল শাসক-বিরোধীকে
শনিবারই নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। কেন্দ্রীয় সরকারের সাত দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা। জাতীয় পতাকা থাকছে অর্ধনমিত।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১১:১০
কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছিলেন, শনিবারই শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। সেই মতো শনিবার সকাল থেকেই চলে শেষকৃত্যের কাজ। কেন্দ্রীয় সরকারের সাত দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা। জাতীয় পতাকা থাকছে অর্ধনমিত। শনিবার বেলা পৌনে ১২টায় দিল্লির লালকেল্লার পিছন দিকে নিগমবোধ ঘাটে মনমোহনের শেষকৃত্য হয়।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)