Coromandel Express Accident

হাওড়া, শালিমার স্টেশনে উদ্বিগ্ন, পরিশ্রান্ত মুখের সারি, হেল্প ডেস্ক জুড়ে প্রশ্নের পাহাড়

পরিবার পরিজনের খবর পাওয়ার আশায় হাওড়া স্টেশনে থিকথিকে ভিড়। পরপর ট্রেন বাতিল হওয়ার কারণে বহু যাত্রী বাড়ি ফিরে যেতে পারেননি। রাত কাটাচ্ছেন হাওড়া এবং শালিমার স্টেশনে।

প্রতিবেদন: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ০২:৫৩
Share:
Advertisement

দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার। পরিবার পরিজনদের খবর পাওয়ার আশায় হাওড়া স্টেশনে থিকথিকে ভিড়। কেউ বা আত্মীয়ের মৃত্যুর খবরে শোকাহত। কেউ মেয়ে সুস্থ আছেন বলে আশ্বস্ত হলেন। হাওড়া স্টেশনে উদ্বিগ্ন মুখের সারি।

পরপর ট্রেন বাতিল হওয়ার কারণে বহু যাত্রী বাড়ি ফিরে যেতে পারেননি। রাত কাটাচ্ছেন হাওড়া, শালিমার স্টেশনে। এক যাত্রী জানান, তাঁর আত্মীয়েরা মেদিনীপুর থেকে কটক যাচ্ছিলেন চিকিৎসা করাতে। দুর্ঘটনার খবর পেয়ে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত মৃত্যুর খবর পেয়েছেন।

Advertisement

হাওড়া, শালিমার স্টেশনে উদ্বিগ্ন, পরিশ্রান্ত মুখের সারি। হেল্প ডেস্ক জুড়ে প্রশ্নের পাহাড়। আতঙ্কে সবাই, না জানি কী খবর কখন আসে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement