প্রতিবেদন: তীর্থঙ্কর
কেন্দ্রীয় সরকারের হারে ডিএ-র দাবিতে এ বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করার কর্মসূচি নিল সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। ৬ মে-র এই মিছিল হাজরা থেকে শুরু হয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও হরিশ মুখার্জি রোড ঘুরে আবার হাজরায় এসে শেষ হওয়ার কথা। মিছিল করার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করছে যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের বক্তব্য, পুলিশ অনুমতি না দিলে তাঁরা হাই কোর্টে আবেদন করবেন।
ডিএ জটিলতা কাটাতে রাজ্য সরকার ও আন্দোলনকারী দু’পক্ষকে আলোচনায় বসার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। গত ২১ এপ্রিল নবান্নে রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবের সঙ্গে বিক্ষুব্ধ সরকারি কর্মীদের পাঁচ প্রতিনিধির বৈঠক হয়। বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয় আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
৬ মে-র মিছিলের পাশাপাশি আগামী দিনে মে দিবস পালন, রক্তদান শিবিরের মতো আরও বেশ কিছু কর্মসূচি নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ২ মে মুখ্যমন্ত্রীর ‘চিরকুটে চাকরি’ মন্তব্যের প্রতিবাদে তাঁকে গণ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষুব্ধ সরকারি কর্মীরা।