সুদানে সেনা-আধাসেনা গৃহযুদ্ধ থামার এখনও কোনও ইঙ্গিত নেই। এর মধ্যে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৬০০। মৃতদের তালিকায় রয়েছেন কেরলের বাসিন্দা এক ভারতীয়ও। টুইটারে শোক প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সুদানের খার্তুম বিমানবন্দর ও রাষ্ট্রপতির প্রাসাদ দখলের দাবি করেছে আধাসেনা ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’ বা আরএসএফ। খবর, আরএসএফের ক্যাম্পে বিমান থেকে বোমাবর্ষণ করেছে সেনাও। সুদানে কর্মরত ভারতীয়দের বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে সে দেশের ভারতীয় দূতাবাস।