Royal Bengal Tiger

চাঁদিফাটা গরমে নাজেহাল বাঘেরাও, দিনে দু’বার স্নান আর ওআরএস-এর ব্যবস্থা বন দফতরের তরফে

আচমকা তীব্র গরমে বাঘেদের মধ্যে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় তাদের যত্নআত্তির জন্য বিশেষ ব্যবস্থা করছে বন দফতর।

নিজস্ব সংবাদদাতা
ঝড়খালি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৬:৩২
Share:
Advertisement

রাজ্যজুড়ে চলছে তাপপ্রবাহ। গত কয়েক দিন ধরে অসহ্য গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এমন পরিস্থিতিতে সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বাঘেদের আরামের বন্দোবস্ত করেছে বনবিভাগ। ওই কেন্দ্রে এখন তিনটি বাঘ রয়েছে। গরমে একটি বাঘও যাতে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য দিনে অন্তত পক্ষে দু’বার করে স্নান করানো হচ্ছে তাদের। রয়্যাল বেঙ্গল টাইগারদের ঘন ঘন দেওয়া হচ্ছে ওআরএস মেশানো জলও। গরমে তাদের যাতে কষ্ট না হয়, তার জন্য বিশেষ পাখার ব্যবস্থা করা হয়েছে। ২৪ ঘণ্টা তিন বাঘকে হাওয়া খাওয়ানো হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement