সাদা-কালো ভ্যালেন্টাইন, পঁয়ষট্টি বছরের পুরনো প্রেমের গল্প।
টালার দীনবন্ধু, বেহালার রেখা। আর একটি সাইকেল। মধ্যবিত্ত বাঙালির নস্টালজিক প্রেমের ফ্ল্যাশব্যাক।
প্রতিবেদন ও সম্পাদনা: সুব্রত, চিত্রগ্রহণ: সুবর্ণা
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৬
Share:
Advertisement
সেকালের মুখচোরা বাঙালির ভালোবাসার গোপন ইস্তেহার। নায়ক টালার দীনবন্ধু আর হিরোইন বেহালার রেখা। প্রেম এক বারই এসেছিল। পঁয়ষট্টি বছর পার করে ওয়াকার আর মধুমেহর রোজনামচায় বেঁচে থাকা ভালবাসা।