কোচবিহার থেকে কাকদ্বীপ— রাজ্য়ের ৪ হাজার ৫৭৮ কিলোমিটার পথ অতিক্রম করে শুক্রবার ‘নবজোয়ার যাত্রা’-র আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে জেলায় জেলায় নিবিড় জনসংযোগ তৈরির উদ্দেশ্যে ২৫ এপ্রিল তৃণমূলে ‘নবজোয়ার যাত্রা’ শুরু করেছিলেন অভিষেক, যা শেষ হল ১৬ জুন। কর্মসূচির সমাপ্তি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বিক্ষুব্ধদের উদ্দেশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, “নির্দল প্রার্থীদের তৃণমূলে নেওয়া হবে না।” তাঁর আরও বক্তব্য, “একমাত্র জোড়াফুলের চিহ্ন থাকলেই সে তৃণমূলের। দলীয় শৃঙ্খলা না মানলে দল রেয়াত করবে না।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাম আমলে যে ভাবে ভোট হত সেই অবস্থার পরিবর্তন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা নিয়ে বিরোধীদের উদ্দেশে তাঁর মন্তব্য, “জেলা পরিষদে ১০০ শতাংশ মনোনয়ন জমা পড়েছে। বিজেপি, সিপিএম বলতে পারবে না তাদের প্রার্থীরা মনোনয়ন জমা করতে পারেননি।”