WB Panchayat Election 2023

ভাঙড় কলেজে মনোনয়ন পত্র হাতে প্রতিবাদ আইএসএফের, বৈঠক রাজ্যপালের সঙ্গে

শুক্রবার সকালে ভাঙড়ে হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রতিবেদন: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ভাঙড়  শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৮:১২
Share:
Advertisement

আইএসএফের দাবি, ভাঙড় ১ নম্বর ব্লকে তাদের কোনও প্রার্থীকেই মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। শুক্রবার রাজ্যপাল ভাঙড়ে হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলে তাঁর সামনে ক্ষোভ উগরে দেন আইএসএফ কর্মী-সমর্থকেরা। ভাঙড় কলেজে পৌঁছে সেখানে জড়ো হওয়া আইএসএফ কর্মীদের ভিতরে ডেকে নেন তিনি। একান্তে কথা বলেন বেশ কিছু ক্ষণ। আইএসএফ কর্মীরা জানাচ্ছেন তাঁরা রাজ্যপালের কাছে দাবি জানিয়েছেন তাঁদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দেন। রাজ্যের সাংবিধানিক প্রধানকে বৃহস্পতিবারের ঘটনা পরম্পরা ও শাসক দলের ‘সন্ত্রাস’-এর কথাও জানিয়েছেন বলে জানাচ্ছেন তাঁরা। তাঁদের দাবি, রাজ্যপাল তাঁদের বিষয়টি ‘দেখবেন’ বলে আশ্বস্ত করেন। এ দিন রাজ্যপাল ভাঙড় কলেজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে বাংলার মানুষের। গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। সাংবিধানিক ভাবে হিংসাকে নির্মূল করতে হবে। হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।” ভাঙড় কলেজে যাওয়ার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজয়গঞ্জ বাজার পরিদর্শনে যান। সেখানে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। তার পরে ২ নম্বর ব্লকের বিডিও অফিসেও যান রাজ্যপাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement