Amartya Sen

অমর্ত্যের বাড়িতে ১৪৫ ধারা জারির আবেদন, ‘প্রতীচী’ ঘুরে রিপোর্ট দেবে বিএলআরও অফিস

দীর্ঘ দিন ধরে চলা জমি বিতর্কে বিশ্বভারতী বারবার দাবি করেছে অমর্ত্যের লিজ নেওয়া জমির পরিমাণ ১.৩৮ একর নয়, ১.২৫ একর। অর্থাৎ তিনি বিশ্বভারতীর ১৩ শতক জমি ‘জবরদখল’ করে রেখেছেন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ২১:০০
Share:
Advertisement

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের ‘বিতর্কিত’ জমি সংলগ্ন এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সে জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। এর প্রেক্ষিতে সোমবার অমর্ত্যের বাড়ি ‘প্রতীচী’ এবং বাড়ি সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং অমর্ত্যের পক্ষে প্রতিনিধিরা। বেশ কিছু ক্ষণ ধরে জমির মাপজোকের পর ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা জানান, রিপোর্ট আকারে তাঁরা আদালতের কাছে তথ্য জমা দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement