২০১৬ সালে প্রথম বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নির্মাণ ব্যবসার ভার দেন দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিকের হাতে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড জুনিয়র কলকাতা ঘুরে গিয়েছেন। এ’বছর দু’ভাইয়ের আবার আসার কথা।
ট্রাম্পের নামই ক্রেতাদের কাছে বাড়তি আকর্ষণ। ট্রাম্প টাওয়ার কলকাতার কাজ কবে শেষ হবে? এ নিয়ে দুশ্চিন্তা আছে ক্রেতাদের মধ্যে। নির্দিষ্ট তারিখে ফ্ল্যাট হস্তান্তর করা যায়নি। কোভিডকালে বন্ধ রাখতে হয় কাজ।