‘আনন্দী’ ধারাবাহিকের অন্যতম চর্চিত জুটি আদি এবং আনন্দী ওরফে ঋত্বিক এবং অন্বেষা। এই দু’জনের মাঝে ঢুকে পড়েন এক তৃতীয় চরিত্র। তিতির ওরফে সৃজনী। তিতিরের মুখোশ খুলতে পারবে আনন্দী? কোন দিকে এগোচ্ছে গল্প, এন টি ওয়ান স্টুডিয়োর শুটিংয়ে হাজির আনন্দবাজার অনলাইন।