মেঘালয়ে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাজাবালার সভা থেকে অভিষেকের বক্তব্য, “৫ বছর ডবল ইঞ্জিন সরকার থেকেও মেঘালয়ে একটাও মেডিক্যাল কলেজ হয়নি, বাংলায় ২৩ জেলায় ২৩টি মেডিক্যাল কলেজ হয়েছে।” একই সুরে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় কথায় কথায় সেন্ট্রাল এজেন্সি পাঠিয়ে দেয়। সীমান্তে কী হচ্ছে? শুনলাম বিএসএফ ক্যাম্পে মা, বোনকে ধর্ষণ করা হয়েছে। মেঘালয়ের মানুষের জন্যই মেঘালয়া, বহিরাগতদের জায়গা নেই। বাইরে থেকে এসে কোনও কিছু চাপিয়ে দিতে চাইলে বরদাস্ত করবেন না। মেঘালয়ে আমাদের জেতান। আমাদের প্রতিশ্রুতি, ২০২৪ সালে দিল্লি থেকে বিজেপিকে তাড়াব।”