প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: সুব্রত
সরকারি তথ্য বলছে, কলকাতা শহরে সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক স্কুলের সংখ্যা ১১০০, মাধ্যমিক স্কুল ৫৬৪টি ও উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা ৩০০টি। কিন্তু সব স্কুল কি সচল? কলকাতার স্কুলগুলির যে হাল এর আগে আনন্দবাজার অনলাইনের ক্যামেরায় ধরা পড়েছে তা কিন্তু অন্য কথা বলছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন সরকারি স্কুলে কীভাবে ছাত্র ফেরানো যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তবে আনন্দবাজারের ক্যামেরায় কলকাতার সরকারি স্কুলের যে চিত্র উঠে এসেছে রাজ্যের সর্বত্র স্কুলগুলির চেহারা তেমন নয় বলে দাবি করেছেন তিনি।