প্রতিবেদন: শ্রাবস্তী, সম্পাদনা: অলোক
২২তম নাট্যমেলার কলকাতা পর্যায়ের উদ্বোধন হল। বৃহস্পতিবার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সভাপতি দেবশঙ্কর হালদার, নাট্য নির্দেশক মেঘনাদ ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের মন্ত্রী এবং সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন প্রমুখ। মঞ্চস্থ হল উদ্বোধনী নাটক স্বপ্নসন্ধানী পরিচালিত ‘হ্যামলেট’। কলকাতা শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হবে মোট ২১৩টি নাটক। কলকাতা ও জেলার নাট্যদলগুলি এই মেলায় অংশ নিচ্ছে। এই পর্বে মেলা চলবে আগামি ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।