তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। এর মাঝেই হঠাৎ দেখা গেল ঘূর্ণিপাক। মুহূর্তের জন্য নয়, বেশ কিছু ক্ষণ স্থায়ী হল সেই ঘূর্ণিপাক। রবিবার এই ছবি দেখা গিয়েছে হলদিয়া শিল্পাঞ্চলের সিটি সেন্টার এলাকায়। প্রকৃতির এমন খেয়াল দেখতে থমকে গেলেন পথচলতি মানুষ। অনেকে সেই দৃশ্য বন্দি করলেন মোবাইলেও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা ১২টা নগাদ হলদিয়ার সিটি সেন্টার এলাকায় দেখা যায় ওই ঘূর্ণিপাক। তার জেরে ছোটখাট ধুলোর ঝড় দেখা যায়। মাটি থেকে ধুলো বেশ কিছুটা শূন্যে তুলে দেয় সেই ঘূর্ণিপাক। সেই পরিস্থিতি স্থায়ী হয় বেশ কিছু ক্ষণ। ঠিক যেমন ভাবে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে তেমনই আচরণ করতে থাকে ওই ঘূর্ণিপাক। আবহবিদদের মতে, প্রচণ্ড গরমে উত্তপ্ত হয়ে ওঠা হাওয়া শূন্যে উঠে যাওয়ার সময় এমন আচরণ করে থাকে।