Heatwave

সোমবার থেকে রাজ্যের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি, তাপপ্রবাহে পড়ুয়াদের সুরক্ষিত রাখতে মমতার নির্দেশ

রবিবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁল শহরের তাপমাত্রা। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

প্রতিবেদন: প্রচেতা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ১৩:১৫
Share:
Advertisement

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁল। শনি ও রবিবার তাপপ্রবাহ না হলেও সোমবার থেকে টানা পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে সোমবার থেকে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, শনিবার পর্যন্ত চলবে এই ছুটি। তীব্র তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের বাঁচাতেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন মমতা। রবিবার সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের স্বার্থে একটা ব্যবস্থা করতে হবে না? সোম থেকে শনি—সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement