Kuntal Ghosh

‘কলেজ বিক্রির টাকা নিয়েছেন গোপাল, পার্থ-মানিকের সঙ্গে কোনও সম্পর্ক নেই’, দাবি কুন্তলের

গীতায় হাত রেখে বলতে পারি আমার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের কোনও সম্পর্ক নেই: কুন্তল ঘোষ

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অলোক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৫:৪৬
Share:
Advertisement

তিনি রাজনৈতিক বিদ্বেষের শিকার। তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের কোনওরকম সম্পর্কই নেই। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানির আগে আলিপুর আদালত চত্বরে এমনই দাবি করলেন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এ দিন সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “ইডি চার্জশিটে আপনারা সবাই দেখছেন, আমার সম্পত্তি কিছুই নেই। ছেলেমেয়ের স্কুলের বেতন দিতে পারছি না।” এ দিন সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কুন্তল। তাঁর কথায় ‘মিডিয়া ট্রায়ালে’র কারণে তাঁর পরিবারের ক্ষতি হচ্ছে। তবে বিএড কলেজ বিক্রি করে গোপাল দলপতিকে টাকা দেওয়ার কথা এ দিন স্বীকার করেছেন কুন্তল। কত কোটি টাকার লেনদেন হয়েছে, সে বিষয়ে মুখ না খুললেও গোপাল দলপতির সঙ্গে আর্থিক লেনদেন হওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তাপস মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠ মৌসুমী কয়ালের প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। কুন্তলের দাবি, ‘মৌসুমী তাপস মণ্ডলের এজেন্ট’। পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগসূত্র নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনাদের সামনে গীতায় হাত রেখে বলতে পারি পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের কোনও সম্পর্ক নেই”।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement