প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন
মেডিক্যাল কলেজের পর এবার যাদবপুর। ছাত্রছাত্রী সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল রাজ্যের প্রথিতযশা বিশ্ববিদ্যালয়। বুধবার এক্সিকিউটিভ কাউন্সিলে ছাত্রভোটের দাবি তুলল ফেটসু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের কাছে লিখিত বক্তব্যের মাধ্যমে নির্বাচনের দাবি জানিয়েছেন ফেটসু-র চেয়ারপার্সন অরিত্র মজুমদার। তাঁর বক্তব্য, প্রশাসন নির্বাচন করাতে না পারলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাধিকারের ক্ষমতায় নির্বাচন সংগঠিত করুক। ‘স্বাধীনতা প্র্যাক্টিস করার জায়গা ইউনিয়ন, তাই চাই ছাত্রছাত্রী সংসদ নির্বাচন’, সেটা না হলে আন্দোলনের পথে হেঁটেই সংসদ আদায় করে নেবে ছাত্রসমাজ, হুঁশিয়ারি ফেটসু নেতা অরিত্রর।