প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: সুব্রত
সংস্কৃতি চর্চার উপর আঘাত। কেক উৎসবের জন্য বন্ধ হয়ে গেল নাট্যোৎসব। বাম আমলের স্মৃতি ফিরে এল তৃণমূল জমানায়। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে ব্রাত্য বসু (উইঙ্কল টুইঙ্কল), অর্পিতা ঘোষদের নাটক (পশু খামার) বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার তাঁদের জমানাতেই বন্ধ হয়ে গেল ‘থিয়েটার ফেস্টিভ্যাল’। ২৪ এবং ২৫ ডিসেম্বর নাট্যোৎসবের আয়োজন করেছিল পূর্ব কলকাতা বিদূষক নাট্যমণ্ডলী। নাট্যকর্মী অমিত সাহার অভিযোগ, তৃণমূলের কেক উৎসবের জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে তাঁদের নাট্যমেলা। বেলেঘাটা রাসমেলার মাঠ, যেখানে উৎসব আয়োজনের কথা ছিল তার এক কিলোমিটারের মধ্যে কেক উৎসবের মাইকিং নিয়ে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন মেলা উদ্যোক্তারা। অভিযোগ, নাট্যকর্মীদের কথা তো শোনাই হয়নি উল্টে তৃণমূল নেতা অলোক দাসের ঘাড় ধাক্কা খেতে হয়েছে তাঁদের। এই ঘটনার প্রতিবাদেই বুধবার ফুলবাগানে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।