ঋতুর চরিত্র বদল। শীতেও গরম! কারণ কী? হাওয়া অফিসের বক্তব্য অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে আসা বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায়ই বাংলায় এমন গলদর্ঘম অবস্থা। আরও একটা কারণ, পশ্চিমের শীতল হাওয়া এবার তুলনায় অনেকটাই দুর্বল ছিল। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, ডিসেম্বরের শেষ সপ্তাহে নামবে পারদ। তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। রাতে বাড়বে ঠান্ডা।