প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অসীম
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে পথে নামল আইএসএফ ও সিপিএম। মঙ্গলবার রামলীলা পার্ক থেকে রানি রাসমণি রোড পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন সিপিএম নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম-সহ অন্যান্য বাম ও আইএসএফ নেতা। নওশাদ ২১দিন ধরে জেলে। গত ২১ জানুয়ারি ধর্মতলায় পুলিশ ও আইএসএফের খণ্ডযুদ্ধে গ্রেফতার হন তিনি ও আরও ১৮ জন আইএসএফ কর্মী। ধৃতদের মধ্যে ছিলেন এক জন নাবালক। তিনি জামিন পেলেও বাকিদের বিরুদ্ধে পুলিশি নিগ্রহের অভিযোগ রয়েছে। বিধানসভায় সংযুক্ত মোর্চা জোটের একমাত্র প্রতিনিধি নওশাদ। তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার পা মেলালেন বাম ও আইএসএফ কর্মীরা।