BBC

তথ্যচিত্র নিয়ে বিতর্কের মধ্যেই বিবিসি-র দিল্লি ও মুম্বই দফতরে আয়কর হানা

সূত্রের খবর, বিবিসি-র এ দেশে ব্যবসা সংক্রান্ত নথি খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান।

ভিডিয়ো সৌজন্য: পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৮
Share:
Advertisement

দিল্লি এবং মুম্বইয়ে ‘ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন’ (বিবিসি)-এর দফতরে আয়কর হানা। সূত্রের খবর, সেই সময় অফিসে উপস্থিত সংবাদকর্মীদের মোবাইল ফোন জমা রেখে তল্লাশি চালান আয়কর আধিকারিকেরা। কয়েক সপ্তাহ আগেই মুক্তি পায় মোদীর উপর বানানো বিবিসি-র তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’। ভারত সরকার ছবিটিকে নিষিদ্ধ করলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কর্তৃপক্ষের নির্দেশের তোয়াক্কা না করে তথ্যচিত্রটি দেখানোর ব্যবস্থা করে। বিরোধীরা অভিযোগ তোলে, সরকার স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এই বিতর্কের মাঝেই মঙ্গলবার সকালে বিবিসি-র ভারতের কার্যালয়ে আয়কর বিভাগের হানা। কেন আচমকা বিবিসির অফিসে তল্লাশি অভিযান, তা এখনও স্পষ্ট নয়। আয়কর বিভাগের সূত্রের দাবি, সংস্থার এ দেশে ব্যবয়া সংক্রান্ত নথি খতিয়ে দেখতেই এই তল্লাশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement