CV Ananda Bose

রাজভবনে শিক্ষামন্ত্রী, আচার্যের সিলমোহরে ‘বৈধ’ হলেন উপাচার্যেরা

‘‘মুখ্যমন্ত্রী চাইছেন বিশ্ববিদ্যালয়গুলো ঠিক করে চলুক,’’ রাজ্যপালের পাশে বসে বললেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: শুভাশিস

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৯
Share:
Advertisement

জট কাটল উপাচার্য নিয়োগের। শিক্ষাসচিব ও সাত উপাচার্যকে সঙ্গে নিয়ে রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে বৈঠকে সমস্যার সমাধান করলেন শিক্ষামন্ত্রী। ২৪টি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যদের কার্যকালের মেয়াদ তিন মাস বৃদ্ধিতে সিলমোহর দিলেন রাজ্যপাল। এই সময়ের মধ্যে সার্চ কমিটি গঠন করে নতুন নিয়োগের প্রক্রিয়াও চালু করা হবে। মঙ্গলবার বৈঠকের মাঝেই এই ছয় উপাচার্য পদত্যাগপত্র জমা দেন আচার্য সিভি আনন্দ বোসের কাছে। রাজ্যপাল তাঁদের সেই পদত্যাগপত্র গ্রহণ করেন। এর পর ওই ছয় জনকেই তিন মাসের মেয়াদবৃদ্ধির কথা জানিয়ে তিনি চিঠি দেন। সমস্যা রয়েছে, অথচ মঙ্গলবার রাজভবনে উপস্থিত ছিলেন না, এমন উপাচার্যদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বুধবার তাঁরা রাজভবনে এসে নিজেদের ইস্তফাপত্র জমা দেবেন। একই সঙ্গে নিয়ে যাবেন মেয়াদবৃদ্ধির চিঠি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement