এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা মহুয়ার। জোর কদমে চলছে প্রস্তুতি। চার বছর আগে আমফানে মহুয়াদের একমাত্র সম্বল মাটির বাড়িটি ভেঙে যায়। তারপর থেকে গাছতলায় এই ত্রিপলের ঝুপড়িই ভরসা। রান্নাবান্না চলে গাছতলায়। দশ ফুটের ঝুপড়িতে একটাই চৌকি, চৌকিতেই খাওয়া শোওয়া পড়াশোনা সব। পূর্ব বর্ধমানের গলসির আটপাড়া গ্রামে চার বছর ধরে এই গাছতলাতেই পড়াশোনা চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মহুয়া চৌধুরীর। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকা পেলেও, জোটেনি মাথার উপরে ছাদ। মা রেখা বেগম গৃহবধূ, বাবা মান্নান চৌধুরী দিনমজুর। সপ্তাহে দু'দিন কাজ হয় তো পাঁচদিন বন্ধ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও গলসি ১ নম্বর বিডিও অফিসে বার বার জানিয়েও কোন সুরাহা হয়নি।