প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
তাপপ্রবাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। কলকাতায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। হাঁসফাঁস করছে মানুষ থেকে পশুপাখি সকলেই। স্কুল, কলেজে আপৎকালীন গ্রীষ্মের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় কেমন আছে আলিপুর চিড়িয়াখানার আবাসিকেরা? গরমে শরীর ঠাণ্ডা রাখতে পশুপাখিদের জলে মেশানো হচ্ছে ওআরএস। সকালে স্নান করানো হচ্ছে, কৃত্রিম জলাশয়ে ডুবেই অধিকাংশ সময় কাটাচ্ছে জলহস্তী, বাঘেরা। আলিপুর চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় ও পুরনো বাসিন্দা শিম্পাঞ্জি ‘বাবু’-র খাদ্যতালিকায় এখন শুধুই মরসুমি ফল তরমুজ বা লেবু। দুপুরে ছায়ার আশ্রয়ে ঢুকে থাকতেই পছন্দ করছে তারা।