Ishaa saha

বছরের এই সময় প্রাক্তন প্রেমিকের বাইকে চেপে পার্ক স্ট্রিটে প্রেম করতে আসতাম: ইশা

বড় দিনের পার্ক স্ট্রিটে এসে নস্টালজিক ইশা সাহা। পুরনো স্মৃতি, প্রেম, বিয়ে, নতুন কাজ - সব নিয়েই আড্ডা গল্প জমালেন ইশা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২১:০০
Share:
Advertisement

শীতের বাতাসে উৎসবের গন্ধ। বড়দিন শেষে নতুন বছরের অপেক্ষা। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। সন্ধ্যার ঝলমলে আলোয় ওভারকোটের পকেটে হাত। সেই আমেজ উপভোগ করতেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে পার্ক স্ট্রিট ঘুরে দেখলেন ইশা সাহা। ফুটপাতে পুরনো বই কেনা থেকে হটকাঠি, কুসুমের রোল, ফ্লুরিজ - নস্টালজিক অভিনেত্রী। প্রাক্তন প্রেমিকের বাইকে চেপে ৩১ ডিসেম্বর প্রেম। স্মৃতির সরণি ঘুরে খানিক নস্টালজিক ইশা। প্রেম,বিয়ের কথা উঠতেই উসকে দিলেন রহস্য। সেই সঙ্গে নতুন বছরে তাঁর নতুন ছবি ‘অপরিচিত’ নিয়েও আড্ডা জমালেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement