শীতের বাতাসে উৎসবের গন্ধ। বড়দিন শেষে নতুন বছরের অপেক্ষা। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। সন্ধ্যার ঝলমলে আলোয় ওভারকোটের পকেটে হাত। সেই আমেজ উপভোগ করতেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে পার্ক স্ট্রিট ঘুরে দেখলেন ইশা সাহা। ফুটপাতে পুরনো বই কেনা থেকে হটকাঠি, কুসুমের রোল, ফ্লুরিজ - নস্টালজিক অভিনেত্রী। প্রাক্তন প্রেমিকের বাইকে চেপে ৩১ ডিসেম্বর প্রেম। স্মৃতির সরণি ঘুরে খানিক নস্টালজিক ইশা। প্রেম,বিয়ের কথা উঠতেই উসকে দিলেন রহস্য। সেই সঙ্গে নতুন বছরে তাঁর নতুন ছবি ‘অপরিচিত’ নিয়েও আড্ডা জমালেন।