বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে যন্তরমন্তরে দু’দিনের ধর্না শেষ। কলকাতায় ফিরল সংগ্রামী যৌথমঞ্চের একটি দল। ধর্নার পাশাপাশি তাঁরা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে দেখা করে দাবিপত্র জমা দেন। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়নি। পরবর্তীতে আবারও তাঁরা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করবেন বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথমঞ্চের অন্যতম ভাস্কর ঘোষ জানাচ্ছেন, কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসার যে নির্দেশ দিয়েছে তার দিকে তাকিয়ে আছেন তাঁরা। আগামী ১৭ এপ্রিল বৈঠক হওয়ার কথা আছে। তার পরেই তাঁরা পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলে জানাচ্ছেন ভাস্কর।