কিছু দিন আগেই নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল তৃণমূল। শনিবার সেই তৃণমূলের বিরুদ্ধে নিশীথের কনভয়ের উপর হামলা চালানোর অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, কোচবিহারের দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর গাড়িতে বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা করা হয়।
শনিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন, ‘ক্ষতিগ্রস্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং জনসংযোগ করতে এলাকায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয়ে পৌঁছলে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সে সময় উপস্থিত থাকা বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়। অভিযোগ, এর পরই কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের উপর ঢিল ছোড়া হয়। তাঁর গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।