Bangladeshi Infiltration

‘বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে’, খুঁজে বের করতে রাজীব কুমারকে নির্দেশ মমতার

বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে অনুপ্রবেশের দায় সরাসরি বিএসএফ এবং কেন্দ্রের উপরে চাপিয়েছেন। ‘কোন এলাকা দিয়ে বিএসএফ লোক ঢোকাচ্ছে’, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে সেই রিপোর্টও চেয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ২১:৩৭
Share:
Advertisement

মালদহের দলীয় কর্মী দুলাল সরকার খুনের কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর এক্স-হ্যান্ডলে পোস্ট। শুধু তাই নয়, এই খুনের ঘটনায় সরাসরি নিশানা করেন পুলিশ-প্রশাসনকে। এমনকি পুলিশ-বিএসএফের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে। এমন মারাত্মক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগের পর এ বার সরকারি ভাবে চিঠি লেখার কথা কেন্দ্রকে। বিএসএফ কোথায় কোথায় লোক ঢুকিয়েছে তা খুঁজে বের করতে ডিজি রাজীব কুমারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement