মালদহের দলীয় কর্মী দুলাল সরকার খুনের কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর এক্স-হ্যান্ডলে পোস্ট। শুধু তাই নয়, এই খুনের ঘটনায় সরাসরি নিশানা করেন পুলিশ-প্রশাসনকে। এমনকি পুলিশ-বিএসএফের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে। এমন মারাত্মক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগের পর এ বার সরকারি ভাবে চিঠি লেখার কথা কেন্দ্রকে। বিএসএফ কোথায় কোথায় লোক ঢুকিয়েছে তা খুঁজে বের করতে ডিজি রাজীব কুমারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।