সম্পাদনা: বিজন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগান বা রাষ্ট্রপুঞ্জের আপৎকালীন ত্রাণকার্যের পরিচালনার দায়িত্বে থাকা মার্টিন গ্রিফিথস আগেই আশঙ্কা করেছিলেন। সেটাই সত্যি প্রমাণ করে তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল। এখনও উদ্ধারকাজ শেষ হয়নি। ধ্বংসস্তূপের নীচে যে আরও কত হাজার মানুষ চাপা পড়ে রয়েছেন, তারও কোনও হিসাব নেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। খাবার ও পানীয় জলের সংকটের মধ্যে রাস্তায় দিন কাটাচ্ছেন ঘরবাড়ি হারানো বহু মানুষ।