Kolkata

ব্রিটিশ আমলের বাড়ির অংশ ভেঙে বিপত্তি, গৃহহীন মাধ্যমিক পরীক্ষার্থী

শতাব্দী প্রাচীন বাড়িতে ভাঙন। ছাদ হারিয়ে কলকাতা পুরনিগমের প্রাথমিক বিদ্যালয়ে ঠাঁই তিন পরিবারের।

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: বিজন

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ২১:২৬
Share:
Advertisement

শিয়ালদহ রেল স্টেশনের কাছে মহাত্মা গান্ধী রোডে ব্রিটিশ আমলের বাড়ির অংশ ভেঙে বিপত্তি। আজ বেলা সাড়ে ১২টা নাগাদ হঠাৎ ভেঙে পড়ে সিঁড়ি। খবর পেয়েই পৌঁছে যায় দমকল এবং পুলিশ। উদ্ধার করা হয় আটকে থাকা পাঁচ জনকে। পরে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। পুলিশের তরফে জানানো হয়েছে, এই বাড়ির তিনটি পরিবারের মোট ১৪ জন সদস্যকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাঁদের ঠিকানা নুর মহম্মদ লেনের কলকাতা পৌরনিগম প্রাথমিক বিদ্যালয়। ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে অভিযোগ, পাশে বহুতল তৈরি করতে গিয়ে যে ধরনের ড্রিলিং করা হয়েছে, তাতেই এই বিপত্তি। সোমবারের এই ঘটনায় বিপাকে পড়েছে গঙ্গোপাধ্যায় পরিবার। হঠাৎ মাথার ছাদ হারিয়ে গৃহহীন হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী আয়ুষ্মিতা গঙ্গোপাধ্যায়।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement