অতিমারি পার করে ব্যান্ডেলের দেবানন্দপুরের কেষ্টপুরে চুনোপুঁটি থেকে ৪০-৫০ কেজির হরেক মাছ নিয়ে বসল মাছের মেলা। প্রায় ৫১৬ বছরের পুরনো এই মেলা বসে চৈতন্যর মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়ির পাশে। প্রতি বছর পয়লা মাঘ উত্তরায়ণের দিনে বসা এই মেলায় নদী, পুকুর ছাড়া বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ নিয়ে হুগলি ছাড়াও বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা,বাঁকুড়া থেকে মাছের মেলায় আসেন মানুষ।