এগরার বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সরাসরি নিশানা রাজ্যের পুলিশমন্ত্রীকে। বীরভূমের বগটুই গ্রামের ঘটনার উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্য জ্বলছে। এগরার ঘটনা নিন্দনীয়। আড়াই লক্ষ টাকা কখনই মৃত্যুর ক্ষতিপূরণ হতে পারে না। আমাদের দাবি, রাজ্য সরকারকে মৃত পরিবার পিছু দশ লক্ষ টাকা করে দিতে হবে।” এগরার ঘটনায় সরাসরি রাজ্যের শাসক দলকে দায়ী করে রাজ্যের বিরোধী দলনেতা এও বলেন, “পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে বোমা সরবরাহ করার জন্যই এই কারখানা তৈরি হয়েছিল।” শুভেন্দুর নিশানায় ছিলেন এগরা থানার ওসি এবং স্থানীয় তৃণমূল নেতা ভানু বাগও। এই ঘটনায় ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। আগামী দিনে ‘পুলিশমন্ত্রীর পদত্যাগ’ এবং ‘এনআইএ তদন্তের দাবি’ নিয়ে এগরায় ২৫,০০০ মানুষের গণমিছিলেরও ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।