Peshawar

প্রার্থনা চলাকালীন পেশোয়ারের মসজিদে বিস্ফোরণ, মৃত অন্তত ২৮, আহত প্রায় দেড়শো

পেশোয়ারের পুলিশবাহিনীর সদর দফতরের বাইরে অবস্থিত মসজিদে দুপুরের প্রার্থনা চলার সময় বিস্ফোরণ ঘটে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ১৮:১২
Share:
Advertisement

সোমবার পাকিস্তানের পেশোয়ারে এক মসজিদে বিস্ফোরণ ঘটলে অন্তত ২৮ জনের মৃত্যু হয়। আহত প্রায় দেড়শো। দুপুরে প্রার্থনার জন্য পুলিশ লাইনের মসজিদটিতে ভিড় করেছিলেন স্থানীয়রা। পেশোয়ারের পুলিশবাহিনীর সদর দফতর ও সন্ত্রাসবাদ দমন বাহিনীর দফতরের বাইরেই অবস্থিত মসজিদটি। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ইমাম প্রার্থনা শুরু করতেই বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ। শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। মসজিদের ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement