প্রতিবেদন: তীর্থঙ্কর এবং ঋতুরাজ, সম্পাদনা: অলোক
ফুটবল বাঁচাতে ফুটবল ম্যাচ! সৌজন্যে বালিগঞ্জ গর্ভমেন্ট হাই স্কুল। ‘ফ্রেন্ডলি’ ম্যাচের আয়োজনে যুধাজিৎ মুখোপাধ্যায়, অঞ্জন সেনগুপ্ত, শান্তনু গুহর মতো বিদ্যালয়ের প্রাক্তনীরা। রবিবাসরীয় সকালে ফুটবলের বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় ফুটবল দলের দুই প্রাক্তনী মেহতাব হোসেন এবং রহিম নবি। কীভাবে বেঁচে থাকবে বাঙালির সেরা খেলা ফুটবল? কেন্দ্র এবং রাজ্য— দুই সরকার ফুটবলের প্রতি আরও সহৃদয় হলেই বাঁচবে বাংলা ও বাঙালির ফুটবল, মত মেহতাবের। তাঁর কথায়, “বিদেশে ফুটবল খেলায় যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়, ভারতে তা হয় না। আর তা হয় না বলেই ভারতীয় ফুটবলের বিকাশ হচ্ছে না।” অন্য দিকে রহিম নবি চাইছেন, ফুটবল হোক ‘কম্পালসরি’। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তাঁর পরামর্শ, শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হোক ফুটবল। ‘ইন্টার স্কুল’, ‘ইন্টার কলেজ’ ফুটবল প্রতিযোগিতার পক্ষেই সওয়াল তাঁর।