প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর ও সুবর্ণা, সম্পাদনা: অসীম
মহানগর কলকাতা। এ শহরে বাস অ্যাংলো-ইন্ডিয়ান, আর্মেনিয়ান, পারসি, চিনা, বোহরা মুসলমান-সহ নানান জাতি ও সম্প্রদায়ের। আর আছেন ইহুদিরা। আঠারো শতকের শেষ থেকেই তাঁরা এ শহরের বাসিন্দা। সুদূর সিরিয়ার আলেপ্পো বা ইরাকের বাগদাদ থেকে, বাণিজ্যের সূত্রে এসেছিলেন ব্রিটিশ রাজের রাজধানীতে। ইংরেজ দেশ ছেড়ে চলে গেলেও ইহুদিরা অনেকেই রয়ে গিয়েছিলেন। ঘর বেঁধেছেন এই শহরে। এসপ্ল্যানেড ম্যানসন, চৌরঙ্গি ম্যানসন, নাহুমস, এজরা স্ট্রিট, সিনাগগ স্ট্রিট— শহর জুড়ে ছড়িয়ে আছে কলকাতার ইহুদিদের ইতিহাস। স্বাধীনতা উত্তর সময়ে ধারাবাহিক ভাবে ইহুদিদের সংখ্যা কমেছে কলকাতায়। অনেকেই পাড়ি জমিয়েছেন ইজ়রায়েলে বা অন্যান্য দেশে। এখন হাতে গোনা কয়েক জন, যাঁদের অনেকেই আজ জীবনের সায়াহ্নে পৌঁছেছেন। তবুও তাঁরা আছেন। যেমন কলকাতার প্রথম ইহুদি বাসিন্দা শালোম কোহেনের বংশধর ইয়ান জ়াকারিয়া। ফেলে আসা সময়ের দিকে তাকিয়ে প্রত্যক্ষ করছেন ডিজিটাল যুগের ‘মেগাসিটি’র বদল। এ শহর ইয়ানের শহর।