প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: সুব্রত ও প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
ফসিল্সের গান শ্রোতার অন্তঃস্থলে ঝাঁকুনি দেয়। দলের পঁচিশ বছরে আত্মবিশ্বাসী রূপম ইসলাম। সংলাপই গান হয়ে ওঠে, এ শিক্ষা তাঁর সত্যজিৎ রায়ের কাছ থেকে পাওয়া। রূপম, দীপ, অ্যালান, প্রসেনজিৎ, তন্ময়— পাঁচ জন আলাদা আলাদা মানুষের যৌথ যাপনের ফসল ‘ফসিল্স’ আজও পরীক্ষা চালিয়ে যাচ্ছে গান নিয়ে। ফলে প্রতিটা গানই নতুনের জন্ম দিচ্ছে বলে বিশ্বাস তাঁদের। গানের আঙ্গিকের পাশাপাশি তাঁরা সচেতন বাংলা ভাষার আধুনিকতার ব্যাপারেও। ‘আত্মজৈবনিক গান’, গানের বাজার, ফসিল্সের রাজনীতি এবং আরও নানান টুকরো টুকরো কথাই উঠে এল তাঁদের একান্ত সংলাপে। রজতজয়ন্তীর প্রাক্কালে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় দলের সদস্যরা ভাগ করে নিলেন তাঁদের এত বছর ধরে একসঙ্গে পথ চলার অভিজ্ঞতার কথা।