Crocodile

গ্রামের পুকুরে ঢুকে পড়েছিল ১৫ ফুট দৈর্ঘ্যের কুমির, সাত ঘণ্টার চেষ্টায় ধরল বন দফতর

বন দফতর জানিয়েছে, পূর্ণবয়স্ক কুমিটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। এটি একটি পুরুষ কুমির। আপাতত সেটিকে বন দফতরের ধনচি রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৯
Share:
Advertisement

গ্রামে ঢুকে পড়েছিল কুমির। দীর্ঘ সাত ঘণ্টার চেষ্টায় সেটিকে উদ্ধার করল বন দফতর। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগ খবর পায়, পাথরপ্রতিমা ব্লকের এল প্লটে একটি কুমির ঢুকে পড়েছে। এক স্থানীয়ই গ্রামের পুকুরে সেটিকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে দফতরে খবর যায়। খবর পেয়ে বন দফতরের দু’টি দল ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ সাত ঘন্টার প্রচেষ্টায় অবশেষে রাত ১টা নাগাদ কুমিরটিকে ধরেন বনকর্মীরা। বন দফতর জানিয়েছে, পূর্ণবয়স্ক কুমিটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। এটি একটি পুরুষ কুমির। আপাতত সেটিকে বন দফতরের ধনচি রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সেটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সুন্দরবন গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন আধিকারিকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement