Panchayat Election 2023

ভোট দিলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা, নিদান মালদহের গ্রামে

ভোট দিলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এমন নিদানই দেওয়া হল মালদহের গাজোল ব্লকের দেওতলা গ্রামে। নিদান দিয়েছেন গ্রামবাসীরাই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ১৪:২৩
Share:
Advertisement

স্থানীয়দের অভিযোগ, দেওতলা গ্রাম পঞ্চায়েতের বড় জগদীশপুর, দোআঁশ এলাকায় কোনও পাকা রাস্তা নেই। সামান্য বৃষ্টি পড়লে রাস্তায় আর চলা যায় না। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে পরিস্থিতির পরিবর্তন হয়নি। পানীয় জলের ব্যবস্থাও নেই। পুকুরের জলই একমাত্র ভরসা। স্থানীয়দের দাবি, বহু বার আবেদন করা হয়েছে গাজোল ব্লকে। আন্দোলনও হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, ভোট এলে রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে যান। ভোট মিটতেই ভুলে যান। তাই এ বার ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement