প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর
এক বছর পর আবার ‘মাসির বাড়ি’ যাচ্ছেন জগন্নাথ। সঙ্গে যাচ্ছেন সুভদ্রা এবং বলরাম। শ্রীরামপুরের মাহেশে ফাটানো হল বন্দুক। টান পড়ল রশিতে। গড়াল রথের চাকা। মাহেশ থেকে গুন্ডিবাটি, এক কিলোমিটার পথ অতিক্রম করে ‘মাসির বাড়ি’ পৌঁছবে রথ। সেখানে ৯ দিন কাটিয়ে আবার মাহেশেই ফিরবেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। ৬২৭ বছরের প্রাচীন রথযাত্রা দেখতে প্রতিবছরের মতো এবারও শ্রীরামপুরে ভিড় জমেছে। রথের রশি ছুঁয়ে পুণ্য অর্জনের আশায় লাখো পুণ্যার্থী।