Agnimitra Paul

জামুরিয়াতে বিজেপির বিক্ষোভে সামিল অগ্নিমিত্রা, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ নেত্রীর

দুপুর ১২ টা থেকে কার্যত জামুরিয়া বিডিও অফিস বন্ধ করে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছে বিজেপির কর্মী ও সমর্থকেরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৭:২০
Share:
Advertisement

জামুরিয়ায় ভিডিও অফিসে কার্যত অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল বিজেপির রাজ্য সম্পাদক-বিধায়ক অগ্নিমিত্রা পাল। দুপুর ১২ টা থেকে কার্যত জামুরিয়া বিডিও অফিস বন্ধ করে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছে বিজেপির কর্মী ও সমর্থকেরা। প্রধানমন্ত্রী গরিব আবাস যোজনার পাশাপাশি পানীয় জলের দাবিও রয়েছে বিজেপির। অগ্নিমিত্রা পালের দাবি, বাড়ি বাড়ি শৌচালয় বানিয়ে দেওয়ার কথা, সেটাও করা হচ্ছে না। কেন্দ্র সরকারের প্রকল্পে টাকাগুলো নয় ছয় করছে বলে অভিযোগ বিজেপি নেত্রীর। এমনকি রেশন ব্যবস্থাতেও চরম দুর্নীতি হয়েছে, বলে অভিযোগ তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement