রাশিয়ার রণনীতিতে যুক্ত হল সুর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে রুশ সেনাদের উদ্দীপ্ত করতে সেনাবাহিনীর অংশ হলেন সঙ্গীতশিল্পী, বাজনদারেরা। ধারাবাহিকভাবে সেনাদের মনোবল অটুট রাখতে এই উদ্যোগে যোগ দিচ্ছেন পেশাদার শিল্পী থেকে সার্কাস শিল্পী, জানাচ্ছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রক। তবে, এই সংযোজন সেনাদের মনঃসংযোগ বিচ্ছিন্ন করবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই সঙ্গীতবাহিনী সেনাদের মনোবল বজায় রাখতে, রাজনৈতিক লক্ষ্যে স্থির থাকতে ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে সাহায্য করবে। তাহলে বিশ্বযুদ্ধে সুরের আবহে কি যুদ্ধশেষের মূর্ছনা বেজে উঠবে?