মঙ্গলবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। নতুন কেন্দ্রীয় বাজেটে শিল্পের বেশ কিছু ক্ষেত্রে কর বাড়িয়েছে কেন্দ্র। কিছু কিছু ক্ষেত্রে শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে। করের বোঝা কমে যেমন কিছু কিছু জিনিসের দাম কমেছে, তেমনই দাম বেড়েছে বেশ কিছু দ্রব্যের।
বাজেটে দাম বেড়েছে, বিদেশ থেকে আনা যন্ত্রপাতির। দাম বেড়েছে ইমি়টেশনের গয়নারও। মোবাইলের দাম কমলেও বাড়ানো হয়েছে স্পিকার, হেডফোন এবং ইয়ারফোনের দাম। সাম্প্রতিক কালে জনপ্রিয় হওয়া সৌরপ্যানেল এবং এর প্রয়োজনীয় যন্ত্রগুলির দাম বেড়েছে। দাম বেড়েছে চিকিৎসা ক্ষেত্রে অপরিহার্য এক্স-রে মেশিনের। বেড়েছে অশোধিত পেট্রোপণ্যের দামও।
দাম কমেছে ক্যামেরা এবং মোবাইলের চার্জারের। পাশাপাশি স্মার্টওয়াচ এবং ফিটনেস ট্র্যাকারের। বিভিন্ন কৃষিজাত দ্রব্যের পাশাপাশি সমুদ্রজাত খাদ্যের দাম কমানো হয়েছে। শুল্ক কমানোয় দাম কমেছে হিরে এবং গ্রহরত্নেরও। কেরোসিন-ডিজেল সহ বেশ কিছু পেট্রোপণ্যের দাম কমেছে এই অর্থবর্ষের বাজেটে।