প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: অসীম
লোকসভা ভোটের আগে ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের যে বঞ্চনার অভিযোগ, মূলত সেই ইস্যুকে সামনে রেখেই ১০ মার্চ, ব্রিগেডে 'জনগর্জনে'র ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৫ দিনের প্রস্তুতি। র্যাম্প, ভিডিয়ো ওয়াল-সহ দেড় হাজার চোঙায় ‘হাইটেক’ সভার আয়োজন করেছে তৃণমূল। প্রধান বক্তা হিসাবে অবশ্যই থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সেনার প্যারেড গ্রাউন্ডে বাজছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের বক্তব্য! ভিডিয়ো ওয়ালে চলছে সরাসরি সম্প্রচার। চমক? হ্যাঁ, তা তো বটেই। গোটা ব্রিগেড জুড়ে বাংলার মনীষীদের নিয়ে বিরোধী নেতাদের কুরুচিকর মন্তব্যের ‘কোলাজ’ চালাচ্ছে তৃণমূল। অতীতে এই ব্রিগেডে একাধিক রাজনৈতিক সভার নজির থাকলেও শাসক দলের সভায় বিরোধী নেতাদের বক্তব্যের ক্লিপিংস অভিনব তো বটেই এমনকি বেনজিরও।