TMC Jana Garjana

ব্রিগেড থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার, ৪২ আসনে কারা লড়বেন, চলছে জল্পনা

তৃণমূলের প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১১:৪৬
Share:
Advertisement

‘জনগর্জন সভা’ থেকেই চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল সূত্রের খবর, ব্রিগেডের সমাবেশ থেকেই মমতার প্রার্থী ঘোষণা করার সমূহ সম্ভাবনা। ইতিমধ্যেই প্রথম পর্বের ১৯৫ জন প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে রয়েছে বাংলার ২০টি আসনের প্রার্থীদের নাম। এ বারও যেমন হুগলি থেকে লড়ছেন লকেট চট্টোপাধ্যায়। ঘাটালে প্রার্থী করা হয়েছে অভিনেতা-বিধায়ক হিরণকে। মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীর ভাইকে। সম্ভাবনা ছিল, হয়ত এই সপ্তাহের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। এখনও পর্যন্ত যে যে নাম উঠে আসছে, তাতে লোকসভায় প্রার্থী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সায়নী ঘোষ এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতানেত্রীরা। প্রার্থী হওয়ার সম্ভবনা রয়েছে ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমেরও। প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়ও। তবে শেষ পর্যন্ত কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন, তৃণমূল কাকে টিকিট দিচ্ছে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement