রাজ্যে একের পর এক ‘হার’। লোকসভায় ১৮ থেকে কমে ১২। বিধানসভায় ৭৭ থেকে কমে ৭১। বাংলায় শক্তিক্ষয় বিজেপির। একে-অপরের উপর দায় ঠেলাঠেলির মধ্যেই ভোট পরবর্তী বর্ধিত সভায় দলের ‘স্লোগান’ বদলের ডাক, সংগঠনে বদল আনার প্রস্তাব। ‘সব কা সাথ, সব কা বিকাশ’ স্লোগান বন্ধ করে বলা হোক ‘জো হমারে সাথ, হম উনকে সাথ’— বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যেই ফের শোরগোল। সঙ্গে প্রস্তাব এল, রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ারও। বাংলায় বিজেপির ভরাডুবির পিছনে শুভেন্দুর শিখণ্ডী ‘সংখ্যালঘু তত্ত্ব’। একমত নন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যরা। আসরে না থেকেও আবারও আলোচনায় তথাগত রায়।