রাজকীয় অনুষ্ঠান। রূপকথার থেকেও বেশি কিছু যেন। আলো আর থ্রিডি গ্রাফিক্সের মেলবন্ধনে তৈরি হয়েছিল যেন এক স্বপ্নের দুনিয়া। অনন্ত-রাধিকার বিয়ের মণ্ডপে রূপকথা তৈরির কারিগর উত্তর কলকাতার অনিকেত মিত্র। বিয়ের মণ্ডপে বসে থাকতে থাকতে চোখ ধাঁধানো আলো, থ্রিডি গ্রাফিক্সের মায়াজালে তৈরি হয়েছিল একের পর এক মুহূর্ত, যার সবটাই অনিকেতের নিজের হাতে আঁকা। অনিকেত মিত্রের পড়াশোনা কলকাতার গভর্মেন্ট আর্ট কলেজে। কাজের সূত্রে সস্ত্রীক থাকেন মুম্বইতে। রাজকীয় মহাযজ্ঞ সবে শেষ হয়েছে। কেমন ছিল সেই অভিজ্ঞতা। জানালেন আনন্দবাজার অনলাইনকে।